রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ২২:৪৮

হাজীগঞ্জের মাসুদুর যুক্তরাষ্ট্রের  সিনেটর নির্বাচিত

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জের মাসুদুর যুক্তরাষ্ট্রের  সিনেটর নির্বাচিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বেশ কয়েকজন সিনেটর হিসেবে নিবর্বাচিত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন, হাজীগঞ্জের কৃতিসন্তান আমেরিকান নাগরিক মোহাম্মদ মাসুদুর রহমান পাটওয়ারী। গত (৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাংলাদেশি এই আমেরিকান বিপুল ভোটে জয়ী হন।

মোহাম্মদ মাসুদুর রহমান পাটওয়ারী হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত নুরুল হক পাটওয়ারীর সন্তান। নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা বাকি।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৫০টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনে ভোট হয়। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদে এবং অঙ্গরাজ্যগুলোর আইনসভারও নির্বাচন হয়। নির্বাচনে চারজন বাংলাদেশি আমেরিকান নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর ডেমোক্রেট দলের প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হন। এর মধ্যে মোহাম্মদ মাসুদুর রহমান এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন।

এদিকে হাজীগঞ্জের কৃতিসন্তান মোহাম্মদ মাসুদুর রহমান পাটওয়ারী যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হওয়ায় খুশির জোয়ার বইছে তাঁর ইউনিয়নবাসীর মধ্যে। গত বৃহস্পতিবার ইউনিয়ন শ্রমিক লীগের এক সভায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও তাকে অভিনন্দন জানান।

ক্যাপশন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কানেকটিকাট অঙ্গরাজ্যের নব-নির্বাচিত সিনেটর বাংলাদেশি আমেরিকান ও হাজীগঞ্জের কৃতিসন্তান মোহাম্মদ মাসুদুর রহমান পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়